গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশে নিতে অটোরিকশায় আসা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালক, যাত্রী ও পথচারীসহ আহত হয়েছেন নয়জন।
রোববার (৪ ফেব্রুয়ারি) ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহেল মিয়া (৩৭) ও জনি মিয়া (১৮)।
আহতরা হলেন- মো. ফিরোজ (৫০), মো. জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। তবে তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।