Saturday, September 7, 2024
HomeSleep৩ দিনে বাড়তে পারে তাপমাত্রা, মাসের শেষে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

৩ দিনে বাড়তে পারে তাপমাত্রা, মাসের শেষে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের প্রায় গণমাধ্যম ভুয়া নিউজ দিচ্ছে। সত্যটা জানতে আমাদের টেলিগ্রামে জয়েন করুন। 👉 Real News

দিনের বেলায় সূর্য উঁকি দেয়ায় কমেছে শীতের তীব্রতা। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা এখনো অব্যাহত রয়েছে। মাঝে ক’দিন বৃষ্টি ঝরায় সর্বনিম্ন তাপমাত্রার পারদও বিরাজ করছে ১০ ডিগ্রির নিচে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে জানা গেছে, রবিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামীকাল সোমবারও (৫ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।

তবে, আগামী তিন দিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তরপশ্চিমাঞ্চলে এক-দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দু’দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে, এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

x